“বদলে যাচ্ছে জলবায়ু, বদলাচ্ছে খাদ্য ও কৃষি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র উদ্যোগে গতকাল শুক্রবার রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে শিশুদের পোষ্টার অংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত প্রতিযোগিতায় তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গ্রুপ-ক ঃ ৫ থেকে ৮ বৎসর (১ম হতে ৩য়) শ্রেণী, গ্রুপ-খ ঃ ৯ থেকে ১২ বৎসর (৪র্থ হতে ৭ম) শ্রেণী, গ্রুপ-গ ঃ ১৩ থেকে ১৯ বৎসর (৮ম হতে দ্বাদশ) শ্রেণী
পোষ্টার অংকন প্রতিযোগিতায় রাজশাহীর ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজমূল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. আব্দুল হান্নান, এফএও প্রতিনিধি মাইক রবসন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কৃষিবিদ হেমায়েত হুসেন, উপ-সচিব মাকসুমা আক্তার বানু, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্র রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ফজলুর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদেশী ডেলিগেট ও অভিভাবকবৃন্দ উপস্থিত থাকবেন। ধন্যবাদ জ্ঞাপন করেন রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. তাইফুর রহমান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।